ঘরে বসে মেয়েদের ইনকাম করার ১০ উপায়

আজকের এই দ্রব্যমূল্য উদ্ধগতির বাজারে সংসারে একজন মানুষের আয় দিয়ে চালানো খুবই কষ্টকর। তাই যারা ভাবছেন, বাড়ির পূরুষ মানুষটির পাশাপাশি আপনিও কিছু করে সংসারের সচ্ছলতা আনতে, আজকের লেখা তাদের জন্য । 

আপনি যদি এই লেখাটি শুরু থেকে শেষ পযর্ন্ত মনোযোগ সহকারে পড়েন আমার দৃঢ় বিশ্বাস আপনিও পারবেন ঘরে বসে আয় করতে।

পোস্ট সূচিপত্রঃ 

ফ্রিল্যায়ান্সিং করে ঘরে বসে ইনকাম

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আপনার যদি কম্পিউটার সর্ম্পকে সামান্যতম ধারনা থাকে, তাহলে আপনি কয়েক মাসের ফ্রিল্যায়ান্সিং কোর্স করে একটি ল্যাপটপ বা ডেস্কটর কম্পিউটার নিয়ে খুব সহজেই বাসায় বসে ইনকাম করতে পারেন । বিভিন্ন আপওয়ার্ক মার্কেট প্লেসে একাউন্ট খুলে কাজ করে ইনকাম করতে পারেন। এ ছাড়াও বর্তমান সময়ে আকটি জনপ্রিয় অনলাইন ইনকামের সেক্টর হচ্ছে “ডিজিটাল মার্কেটিং” শিখে আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন খুব সহজেই।

বর্তমানে আমাদের দেশে অনেক মেয়েরা ফ্রিল্যায়ান্সিং করে প্রতি মাসে ভাল টাকা ইনকাম করছেন। সংসারের কাজের পাশাপাশি মেয়েদের জন্য ঘরে বসে আয় করার সবচেয়ে সুবিধাজনক কাজ হচ্ছে ফ্রিল্যায়ান্সিং। আপনিও চাইলেই পারেন এই সেক্টরে আপনাকে প্রতিষ্ঠিত করতে। বর্তমানে  আমাদের দেশে একমা্ত্র অর্ডিনারি আইটি  ফ্রিল্যায়ান্সিং কোর্স করে ইনকাম করতে না পারলে মানিব্যাক গ্যারান্টি দিয়ে থাকে । আপনি চাইলেই তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম


ইউটিউবে রান্নার চ্যানেল খুলে ইনকাম

আপনার যদি রান্নার শখ থাকে, তাহলে ইউটিউবে একটি রান্নার চ্যনেল খুলে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আপলোড করে আপনিও ঘরে বসে মাস শেষে ভাল অংকের টাকা ইনকাম করেত পারেন। এই জন্য আপনার প্রয়োজন হবে ভাল মানের ভিডিও করা যায় এ রকম একটি মোবাইল ফোন, ইন্টারনেট সংযোগ এবং রান্না করার বিভিন্ন সরঞ্জাম । তাই আর দেরি না করে আপনিও শুরু করে দিতে পারেন।

আজকাল অনেক মেয়েরাই বিভিন্ন ধরনের খাবার রান্না করা শিখতে চায়। এই যেমন ধরুন, কাচ্চি বিরিয়ানি রান্না করার টিপ্স। আপনি রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করলেন তারপর সেই ভিডিও ইউটিউব চ্যনেলে আপলোড করলেন। তবে একটি বিষয় মনে রাখতে হবে ভিডিওটি যেন খুব বেশী বড় না হয়। আপনার পছন্দের রান্নার ভিডিও ইউটিউব চ্যনেলে আপলোড করে ঘরে বসে ইনকাম করতে পারেন সহজেই।  


ফেসবুকে পেজ খুলে পন্য বিক্রি করে ইনকাম 

বর্তমান সময়ে আমাদের দেশে একটি জনপ্রিয় সমাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। আমাদের দেশে অনেক মানুষ অবসর সময়ে ফেসবুক ব্যবহার করেন। বর্তমান সময়ে অনেকেই ফেসবুককে অনলাইন মার্কেট প্লেস হিসাবে ব্যবহার করছেন। তারা বিভিন্ন পন্যের বিজ্ঞাপন, প্রচারনা ও বিক্রয়ের জন্য ফেসবুক ব্যবহার করছেন। ফেসবুক খুললেই আমরা এই ধরনের অনেক বিজ্ঞাপন দেখতে পাই। থ্রি-পিস, শাড়ী, বেডশীট, অলঙ্কার, প্রসাধনীসহ আরও বিভিন্ন ধরনের ঘরোয়া প্রডাক্ট অনলাইনে প্রচারের মাধ্যমে বিক্রয় করে থাকেন।

তাই আপনিও চাইলেই পারেন আপনার পছন্দের বা শখের জিনিস নিয়ে মার্কেটিং করে ইনকাম করতে। এই জন্য আপনার প্রযোজন একটি ভাল মানের ভিডিও ক্যামেরা যুক্ত মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ। আর আপনি যে ধরনের পন্য নিয়ে মার্কেটিং করতে চান সেই পন্য। এই ধরনের পন্য পাইকারী বাজার থেকে কিনে এনে ঘরেবসে মার্কেটিং করে কুরিয়ার সাভিসের মাধ্যমে ক্যাশঅন ডেলিভারী করে ইনকাম করতে পারেন ঘরে বসে।     

আরো পড়ুনঃ ফেসবুকে ইনকাম করুন খুব সহজে


অনলাইনে শিক্ষকতা করে ইনকাম

আপনার যদি শিক্ষকতার প্রতি আগ্রহ থাকে তাহলে আপনি অনলাইনে ইউটিউব চ্যনেলে ভিডিও আপলোড করে বা সরাসরি লাইভে ক্লাশ করিয়ে ইনকাম করতে পারেন। আজকাল অনেক মেয়েরাই অনলাইনে শিক্ষকতা করে মাস শেষে ভাল মানের টাকা ইনকাম করেন। যেমন- 10 মিনিট স্কুলের মুনজেরিনা।


আপনিও চাইলেই পারেন বিভিন্ন শ্রেণি ক্লাশের চ্যাপ্টার ভিত্তিক ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে বা লাইভে ক্লাশ করিয়ে টাকা ইনকাম করতে। এই জন্য আপনার প্রয়োজন হবে একটি ভাল মানের স্মাট ফোন, একটি হুয়াইট বোর্ড এবং মার্কার পেন। চলুন তাহলে আর দেরি না করে শিক্ষকতা পেশা ভাল লাগলে শুরু করে দিন।


অনলাইনে ব্লগিং করে ইনকাম

আপনার যদি লেখা-লেখি করতে ভাল লাগে তাহলে অনলাইনে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে আপনিও আয় করতে পারেন। এই জন্য আপনাকে প্রথমে কনটেন্ট রাইটিং এর নিয়ম কানুন শিখতে হবে। তারপর ব্লগিং সাইটে একাউন্ট খুলে  কনটেন্ট লিখে পাবলিশ করতে হবে।

এই জন্য আপনার প্রয়োজন হবে একটি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ। আর দরকার ব্লগ রাইটিং এর উপর কয়েক দিনের টেনিং । অর্ডিনারি আইটি  ব্লগ রাইটিং এর উপর ৭ দিনের কোর্স আছে । আপনি চাইলেই তাদের সাথে যোগাযেগ করতে পারেন। 


বিভন্ন ধরনের উপহার সামগ্রী বানিযে ইনকাম 

অনেকে আছেন যারা উপহার সামগ্রীতে হাতে করা ডিজাইন পছন্দ করেন। যেমন- নাম বা ছবি দিয়ে ডিজাইন করা। আপনি যদি ভাল ডিজাইন করতে পারেন তাহলে এটিও হতে পারে আপনার জন্য অর্থ উপার্জনের একটি পথ। আপনি কলম,ডাইরি, মগ, মোবাইল ফোনের কভার ইত্যাদির উপর পছন্দ মাফিক ডিজাইন করে অর্থ ইনকাম করতে পারেন। এই জন্য আপনার প্রয়োজন হবে আর্ট করার বিভিন্ন ধরনের সামগ্রী।

আপনি এই ধরনের উপহার সামগ্রীর প্রচারের জন্য ফেসবুক,টুইটার,ইনষ্টগ্রাম ইত্যাদি সমাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার চালিয়ে ভাল দামে বিক্রির সুযোগ তৈরি করে ঘরে বসে ইনকাম করতে পারেন ভাল টাকা। আপনার কাজকরা এসব জিনিষপত্র আপনি সমাজিক যোগাযোগের প্লাটফর্মগুলোতে প্রচার করতে পারেন।

দর্জির কাজ করে ঘরে বসে ইনকাম

বর্তমানে সকল মেয়েদের জন্য দর্জির কাজের মত সুবিধাজনক আর কোন কাজ নাই বললেই চলে। আপনি যদি সামান্যতম ও লেখা-পড়া জানেন তাহলে আপনি সহজেিই এই কাজ শিখতে পারেন। এইজন্য আপনার প্রযোজন হবে একটি সেলাইযের মেশিন এবং কয়েক মাসের প্রশিক্ষণ। টিটিসি, যুব উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান মেয়েদের এই ধরনের কোর্স স্বল্প কোর্স ফি বা বিনা মূল্যে করিয়ে থাকে।


আপনি চাইলেই এই ধরনের কোর্স করে শুরু করতে পারেন আপনার ইনকামের পথ। আজকাল অনেক মেয়েরা পাড়া মহল্লায় তাদের নিজ বাড়িতে সেলাইয়ের কাজ করে তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সাধন করেছেন। আপনি যদি কোন একটি পোশাক দেখে ঐ ধরনের পোশাক তৈরি একবার শিখে যান তাহলে আপনাকে আর পেছনফিরে তাকাতে হবেনা। তাই আপনিও চাইলেই পারেন আপনার অর্ধ ইনকামের পথ সুগম করতে।   

মুরগীর খামার করে ঘরে বসে ইনকাম

শহর বা গ্রামে যাদের বাড়ীর আসে পাশে ফাঁকা জায়গা আছে তারা ইচ্ছা করলেই পারেন মুরগীর খামার করতে। প্রথমে খুব বড় করে না করে অল্প কিছু দিয়ে শুরু করুন। তারপর আস্তে আস্তে বড় করুন। নিয়মিত পরিচর্চা করলে ও সময়মত ভ্যকসিন দিলে মুরগির রোগ বালাইয়ের হাাত থেকে রক্ষা করা যায়। খামার থেকে ডিম, বাচ্চা ও মুরগী বিক্রি করে আপনি মাস শেষে একটি ভাল ইনাকাম করতে পারেন।

বর্তমানে অনেকে দেশী মুরগীর খামার করে ভাল টাকা ইনকাম করছেন। আপনার সংসারের কাজের পাশা-পাশি আপনিও চাইলেই পারেন খুব সহেজে এই ধরনের কাজ করে মাস শেষে ভাল টাকা ইনকাম করতে। এই জন্য আপনার প্রধমেই প্রয়োজন হবে খামারের জন্য জায়গা নির্বাচন করা। খমারের জন্য মাচা দেওয়া উচুঁ জয়গা তৈরি করতে হবে যেখানে সবসময় ‍নিয়মিত আলো-বাতাস চলাচল করতে পারে ।


পশুপালন করে ঘরে বসে ইনকাম

আপনার বাড়িতে যদি সামান্যতম জায়গা থাকে তাহলে আপনিও পারেন অন্যদের মত ছাগল বা ভেঁড়া পালন করে ঘরে বসে ইনকাম করতে। ছাগল বা ভেঁড়া পালন করতে বেশী জায়গার প্রয়োজন হয়না । কুরবানির ঈদের হাঁটে ছাগল ও ভেঁড়ার প্রচুর চাহিদা থাকে। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি সহজেই পশুপালন করে ইনকাম করতে পারেন। এ জন্য আপনাকে গ্রামের হাঁট থেকে ছাগলের ছোট বাচ্চা কিনে এনে এক থেকে দুই বছর পরির্চচা করে বছরের নিদিষ্ট সময়ে বিক্রি করে ভাল টাকা ইনকাম করতে পারেন।

আবার ছাগলের দুধে আছে খুব উচ্চমানের প্রোটিন যা দিয়ে আপনি বাড়ির ছোটদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন। ছাগলের খাবার আসবে আপনার বাড়ির প্রতিদিনের তরু তরকারি কাটার পর যে উছিষ্ট ফেলেদেন তা থেকে। এর সাথে কিছু আউর,খৈল এবং ভূসি যা আপনার এলাকার দোকানগুলোতে পাবেন।

হস্তশিল্পের কাজ করে ইনকাম

অনেক মেয়েরা হাতের কাজ করা কামিজ বা শাড়ী পছন্দ করে। আবার অনেকে আছেন নকঁশিকাথা, শিতলপাটি, হাতে কাজকরা হাতপাখা, হাতে বোনা টুপি, জায়নামাজ ইত্যদি হাতের তৈরি জিনিস পছন্দ করেন। আপনার যদি এই ধরনের কোন হাতের কাজের প্রতি আগ্রহ থাকে তাহলে, কিছু দিনের প্রশিক্ষণ নিয়ে আপনিও এই ধরনের কাজ করে বাড়িতে বসে ইনকাম করতে পারেন। এইজন্য আপনার বেশী জায়গা দরকার হবে না।

ঘরের এক কোনায় একটি টেবিল ও সেলাইয়ের মেশিন ও হতের কাজ করার জন্য সরঞ্জাম কিনে খুব সহজে আপনিও এই ধরনের কাজ করে ঘরে বসে ভাল টাকা ইনকাম করতে পারেন। এছাড়াও কামিজে লেস লাগানো, জরি বুটিকের কাজ ইত্যাদি কাজ করেও আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন। যা ‍আপনার সংসারে স্বচ্ছলতা আনতে পারে।

    পরিশেষে আমার মতামতঃ

ঘরে বসে কিভাবে ইনকাম করতে হয় আমরা সে বিষয়ে জানলাম। তবে ঘরে বসে আপনি যে কাজ করে ইনকাম করতে চান প্রথমত সে বিষয়ের প্রতি আপনার ধারনা এবং শখ খাকতে হবে। আমরা অনেক সময় অন্যের দেখা-দেখি তাকে অনুকরণ করার চেষ্টা করি। পরে কিছুদিন সেইকাজ করারপর আর ভালোলাগে না ফলে সেই কাজ মাঝ পথে থেমে যায়। তাই আমার মতামত, প্রথমে দেখুন কোন কাজ করতে আপনার আনন্দ লাগে। হুজুগে বাঙালী হবেন না। অন্যনের কাছে যে কাজ ভাল লাগে তা আপনার কাছে ভাল না ও লাগতে পারে। তবে আমার মনে হয়, আপনার যদি কম্পিউটার সর্ম্পকে নূনতম ধারনা থাকে তাহলে বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী আপনি ”ডিজিটাল মার্কেটিং” শিখে ঘরে বসে আয় করতে পারেন খুব সহজে।

পাঠক, পরিশেষে বলতে চাই আমার এই লেখা পড়ে আপনার যদি সামান্যতম উপকার হয় তাহলে আমার কষ্ট সার্থক হবে বলে আমি মনে করি। কোন মতামত থাকলে লিখতে পারেন নিচের কমেনন্ট বক্সে। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Mir
    Mir 28 December 2024 at 20:02

    আমি সেলায়ের কাজ শিখতে চাই

    • Mir
      Mir 28 December 2024 at 20:02

      OK

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url